<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৪৭তম বিসিএসে আবেদনের সংশোধিত তারিখ ঘোষণা করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। নতুন সময় অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে ৪৭তম বিসিএসের আবেদন শুরু হবে। চলবে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। গতকাল পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৯ ডিসেম্বর পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর অনলাইন আবেদন ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হলো।</span></span></span></span></span></p>