<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেডের (জিটিসিএল) আমিনবাজার সিজিএসে মোডিফিকেশন কাজের জন্য আজ শুক্রবার রাজধানীর বেশ কিছু এলাকায় ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত পুরো সাভার, আমিনবাজার ও হেমায়েতপুর এবং ঢাকা মহানগরীর সমগ্র মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমণ্ডি, হাজারীবাগ, কামরাঙ্গীর চর, কেরানীগঞ্জ (খোলামোড়া থেকে কলাতিয়া, হযরতপুর পর্যন্ত), হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউ মার্কেট, লালবাগ, শাহবাগ এবং তত্সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। এ ছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>