<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিথ্যা আশ্বাস ও জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলকভাবে নাজমে নওরোজ নামে নারী ব্যবসায়ীর ২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এস আলম গ্রুপের সাইফুল আলম (মাসুদ) ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের বিরুদ্ধে</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালতে</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলা করা হয়েছে। গতকাল  বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি করেছেন ব্যবসায়ী নাজমে নওরোজ। মামলার বাদীর আইনজীবী শুভঙ্কর ঘোষ কালের</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কণ্ঠকে</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">,  প্রতারণামূলকভাবে নাজমে নওরোজ নামের এক ব্যবসায়ীর ২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনের বিরুদ্ধে</span></span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালতে</span></span> <span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলা হয়েছে। আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বাদী নাজমে নওরোজ উল্লেখ করেন, তিনি লা এরিস্ট্রোক্রেসি নামের একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। এই ব্যবসা পরিচালনার সময়  ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্র ধরে সাইফুল আলম বাদীকে ব্যবসা বাড়ানোর জন্য তার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নগরের কাজীর দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ দেয়।</span></span></span></span></span></p>