<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরে আসতে ৩১ হাজার ৪১ জন বাংলাদেশি নিবন্ধন করেছেন। অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশিরা নিবন্ধন সম্পন্ন করেছেন। বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের এক লাখ ৫৩ হাজার ৮৬৬ জন নাগরিক এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এসব তথ্য জানান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচিতে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার নাগরিকরা, ৯৮ হাজার ২৫৯ জন। এ ছাড়া বাংলাদেশের ৩১ হাজার ৪১ জন, ভারতের ২৮ হাজার ১৫২ জন, পাকিস্তানের ১৪ হাজার ৮৯ জন এবং মায়ানমারের ১৩ হাজার ৩৬৬ জন রয়েছেন। নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৬ হাজার ৭৪২ জন পুরুষ এবং ৪৮ হাজার ৬৩৯ জন নারী। এ ছাড়া পাঁচ হাজার ৮৫২টি ছেলেশিশু এবং পাঁচ হাজার ৩৭৭টি মেয়েশিশু রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই কর্মসূচির মাধ্যমে এরই মধ্যে এক লাখ ৮০ হাজার ৩৪৩ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।</span></span></span></span></span></p>