<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ শেখ হাসিনার মতো হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। গতকাল বৃহস্পতিবার যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকায় নবী টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী এ কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিজভী আরো বলেন, আপনারা অগ্রযাত্রাকে সহযোগিতা করবেন। সমালোচনা মানে সরকারকে ব্যর্থ করা নয়, এটিই গণতন্ত্রের রীতি। যখন দেশের গণতন্ত্রকে আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছিল, শেখ হাসিনা যখন অত্যাচারিত শাসকে পরিণত হয়েছিল, তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরী করে রাখা হলো, বিনা দোষে বিএনপির নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করা হলো, আওয়ামী লীগ যখন গুম-খুনে মেতে উঠেছিল, তখন তো তিনি (ড. ইউনূস) কোনো একটি বিবৃতি জানিয়ে নিন্দা জানাননি। অথচ আপনার (ড. ইউনূস) প্রতি যখন অন্যায় হয়েছে, বিএনপি কিন্তু ঠিকই তখন প্রতিবাদ করেছে। </span></span></span></span></span></p>