<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। গতকাল গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে ট্রাইব্যুনালের বিচারব্যবস্থাকে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। আমরা প্রতিনিধিদলের সঙ্গে দেখা করে মতবিনিময় করেছি। ভবিষ্যতে এখানকার গণতন্ত্র, মানবাধিকার ও একটি সুষ্ঠু নির্বাচনসহ অন্যান্য ইস্যুতে মতবিনিময় হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।</span></span></span></span></p>