<p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভূমিসেবার সফটওয়্যারগুলো নতুন সংস্করণে যাওয়ায় বিপুল তথ্য স্থানান্তরের কারণে সিস্টেমে ধীরগতি হয়েছে। এতে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা পেতে অসুবিধা হচ্ছে জনগণের। সেবা পাওয়ার এ গতি শিগগিরই বাড়বে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত বুধবার ভূমি মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জনবান্ধব ভূমিসেবা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা সহজীকরণের জন্য ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা একটি নতুন সফটওয়্যার ও চারটি সফটওয়্যারের দ্বিতীয় ভার্সন ১ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন। জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নাগরিকবান্ধব এই সফটওয়্যারগুলো প্রস্তুত করা হয়েছে। নতুন সংস্করণে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর ও ই-পর্চা ও মৌজা ম্যাপ (খতিয়ান) প্রাপ্তির জন্য নাগরিককে প্রথমেই এলএসজির মাধ্যমে প্রোফাইল তৈরি করে নিবন্ধন করতে হয়। এই প্রক্রিয়ায় নাগরিককে অভ্যস্ত হতে একটু সময় লাগবে। বর্তমানে সফটওয়্যার ধীরগতি হওয়ায় নাগরিকদের ই-নামজারি, ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা পেতে অসুবিধা হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল বৃহস্পতিবার দৈনিক কালের কণ্ঠে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভূমিসেবা পেতে কোটি মানুষের ভোগান্তি : ভূমি ব্যবস্থাপনা প্রায় অচল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শিরোনামে প্রকাশিত খবরে মন্ত্রণালয়সহ ভূমি অফিসগুলোতে তোলপাড় শুরু হয়। দুপুরে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে কালের কণ্ঠের প্রতিবেদনের প্রশংসা করে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণমাধ্যমের উচিত সুনির্দিষ্টভাবে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করা। এরই মধ্যে নিউজে উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>