<p>তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুর মহানগরীর টঙ্গীতে তারেক জিয়া পরিষদ গাজীপুর মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার টঙ্গীর নতুনবাজার এলাকায় এই মিছিল হয়।</p> <p>এ সময় শত শত নেতাকর্মী নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও বীর মুক্তিযুদ্ধা নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলটি টঙ্গী স্টেশন রোড থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মানববন্ধন করে।</p> <p>এতে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ, বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর<br /> ইসলাম রনি।</p> <p> </p>