<p>চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে এবং গণতান্ত্রিক অধিকারের সুযোগ মিলবে।</p> <p>গতকাল শুক্রবার বিকেলে শাহ আমানত ব্রিজসংলগ্ন বিশ্বরোড রাজাখালী এলাকায় ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড যুবদলের উদ্যোগে দুস্থ-অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শাহাদাত হোসেন এ কথা বলেন। শাহাদাত হোসেন  বলেন, ‘আমাদের চট্টগ্রাম শহরে অনেক সমস্যার মধ্যে আমরা কাজ করছি।</p> <p> </p>