<p>রাজধানীর কাকরাইল এলাকায় র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব ) পরিচয়ে ডাকাতির ঘটনায় মাইক্রোবাসসহ সংঘবদ্ধ আন্ত জেলা ডাকাতদলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।</p> <p>গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো মো. সাজ্জাদ হোসেন (৩৫), মো. কবির হোসেন (৫০), মো. শরিফ (২৫), মো. মনির হোসেন (৪০) ও মো. হাবিবুর খন্দকার (৩৮)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা একটি মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।</p> <p>ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানিয়েছেন। রমনা মডেল থানা সূত্রে জানা গেছে, ডেমরার মাতুয়াইলের ট্রাসমি কম্পানি লিমিটেডের ডিএমডি ভুক্তভোগী সাইফুল ইসলাম গত ৪ ডিসেম্বর দুপুরের পর তাঁতীবাজারের স্বর্ণালংকারের এক ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২৬ লাখ ১২ হাজার টাকা একটি স্কুল ব্যাগে ভরে নিয়ে বাড্ডার বাসায় যাওয়ার জন্য বংশাল চৌরাস্তা থেকে বাসে ওঠেন। বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বাসটি রমনার কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যালে পড়লে হঠাৎ ১০ থেকে ১২ জন লোক ওই বাসে উঠে নিজেদের র্যাব সদস্য বলে পরিচয় দেয়। তাদের মধ্যে একজন ‘র‍‍্যাব’ লেখা জ্যাকেট পরে ছিল এবং তার কাছে হ্যান্ডকাফ ও ওয়ারলেস সেট ছিল। তারা যাত্রীদের বলে, এই গাড়িতে মামলার আসামি রয়েছে। তাদের মধ্যে একজন ভিকটিম সাইফুল ইসলামকে দেখিয়ে দিলে অন্যরা তাকে ধরে টেনেহিঁচড়ে বাস থেকে নামিয়ে সাদা রঙের একটি মাইক্রোবাসে ওঠায়। মাইক্রোবাসের মধ্যে তারা দুই হাত বেঁধে সাইফুলকে মারধর করে। এক পর্যায়ে মেরে ফেলার ভয় দেখিয়ে সঙ্গে থাকা ২৬ লাখ ১২ হাজার টাকা, মোবাইল ফোনসেট, হাতঘড়ি ছিনিয়ে নিয়ে দুই হাত ও চোখ বেঁধে সাইফুলকে ডেমরা এলাকার রাস্তায় ফেলে দেয়। এ ঘটনায় গত ১১ ডিসেম্বর সাইফুলের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপির রমনা মডেল থানায় ডাকাতির মামলা হয়।</p> <p>পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহার করা মাইক্রোবাসটি জব্দ এবং চালক মো. কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হওয়া কবির হোসেনের দেওয়া তথ্য মতে ওই দিন দুপুরে বংশালে অভিযান চালিয়ে সাজ্জাদ, শরিফ, মনির, হাবিবুর নামের আরো চারজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্ত জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য।</p> <p> </p>