<p>প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গতকাল শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত ‘ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবিরোধী’ শীর্ষক জাতীয় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।</p> <p>নুরুল হক নুর বলেন, ‘অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারের দিকে গোটা জাতি তাকিয়ে আছে। কিন্তু দুঃখজনক হলো, সরকার জাতির মনের আশা-আকাঙ্ক্ষা বুঝতে পারছে না। শেখ হাসিনার পতনে সব রাজনৈতিক দল, শিল্পী, সাহিত্যিক—সবার প্রত্যাশা ছিল, বাংলাদেশ পুনর্গঠনে, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আন্দোলনের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। রাষ্ট্র সংস্কার করা হবে। কিন্তু দুঃখজনক হলো, যাঁদের আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম, তাঁরা তাঁদের বন্ধুবান্ধব ও লোকজনকে নিয়ে সরকার গঠন করলেন। মানুষকে হতাশ করলেন। আন্দোলনে থাকা নেতারা এবং রাজনৈতিক দলগুলোর মনে আঘাত দিলেন। ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাইছে। রাজনৈতিক দলগুলো এখন সরকারের কর্মকাণ্ডে সন্দেহ-সংশয় প্রকাশ করছে।’</p> <p> </p> <p> </p>