<p>ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্প্রতি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় বিক্রম গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের ওপর জোর দিয়েছেন।</p> <p>গতকাল শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল এ কথা বলেন।</p> <p>ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘তিনি (বিক্রম মিশ্রি) পররাষ্ট্র দপ্তরের পরামর্শ অনুযায়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আমরা কী করতে চাই তা নিয়ে তিনি গণমাধ্যমে কথা বলেছেন। পররাষ্ট্রসচিব তার আলোচনায় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের কথা তুলে ধরেন।’</p> <p>রণধীর জয়সওয়াল বলেন, ‘পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি (বিক্রম মিশ্রি)। তিনি কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সমস্যা নিয়ে আলোচনা করেছেন। ভারতের উদ্বেগগুলো, বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়েও কথা বলেছেন তিনি।’</p> <p>মুখপাত্র জয়সওয়াল বলেন, ‘পররাষ্ট্রসচিবের সফরটি উদ্বেগ দূর করার পাশাপাশি সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভারত ও বাংলাদেশের টেকসই দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে।’</p> <p>গত ৯ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। বাংলাদেশ সফরের সময় গণমাধ্যমকে তিনি বলেন, ভারত ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক কল্যাণমূলক সম্পর্ক চায়। সূত্র : এএনআই</p> <p> </p> <p> </p>