<p>গাজীপুরের কাপাসিয়ায় ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে নাশকতা পরিকল্পনার অভিযোগে ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে নির্জন এক চর থেকে স্থানীয় জনতা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় গত শুক্রবার রাতে ৫৯ জনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা হয়েছে। গতকাল  শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার করা ব্যক্তিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। তারা হলেন আফজাল হোসেন ওরফে রিংকন (৩০), মো. মারুফ (২৫), আবুল কালাম আজাদ (৪৫), ইলিয়াস আহমেদ (৪৫), লোকমান মোল্লা (৪২), রাশেদুল আলম (৪৪), মো. শরীফ (৪১), আব্দুর রহিম মোল্লা (৪৬), শামসুল আলম (৫২), আতাউর রহমান (৪২), মো. জিহাদ (২৪) ও দুলাল মিয়া (২২)।</p> <p>থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শীতলক্ষ্যা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের মিলনস্থলের মাঝে ধাঁধার চর। গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়। পরে বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এর নেতৃত্বে ছিলেন ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) পলাতক চেয়ারম্যান ও ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ওরফে হিরণ মোল্লা। টের পেয়ে শীতলক্ষ্যা নদের তীরবর্তী কাপাসিয়ার গিঘাট ও আশপাশের মানুষজন ধাঁধার চর ঘেরাও করে ১২ জনকে ধরে ফেলে। বাকিরা বিভিন্ন দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ পৌঁছার পর আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।</p> <p>এ ঘটনায় গত শুক্রবার রাতে কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা বাদী হয়ে ৫৯ জনের নামে একটি মামলা করেন।</p> <p>কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘নাশকতার পরিকল্পনার সময় ১২ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ (গতকাল) শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেপ্তার করা ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।’</p> <p> </p>