<p>ঢাকার যানজট নিয়ন্ত্রণে সামরিক বাহিনী ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, বিভিন্ন বাহিনীর যারা কর্মজীবনে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন, তাদের কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দেওয়া হবে। এরই মধ্যে বিভিন্ন বাহিনীর ট্রাফিক শাখায় কর্মরত অবসরপ্রাপ্ত সদস্যদের তালিকা করে কাজ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।</p> <p>স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারি বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, যাদের বয়স অনূর্ধ্ব ৫০ বছর, তাদের ফিরিয়ে আনা হবে। এ তালিকায় সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী রয়েছে। তালিকা করার দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপিকে।</p> <p>তারা আরো জানান, গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এই কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।</p> <p>অবসরপ্রাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের অস্থায়ীভাবে দৈনিক ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলেও জানান তারা।</p> <p>ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানী ঢাকায় যানবাহন চলাচলে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা তৈরি হয়। এখনো বেশ কিছু স্থানে যানজট তীব্র আকার ধারণ করছে। যানজট নিরসনের জন্য অন্তর্বর্তী সরকার ৭০০ শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ দিয়েছে। এবার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের যুক্ত করা হচ্ছে।</p> <p> </p> <p> </p> <p> </p>