<p>বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর রায়েরবাজার বধ্যভূমি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শহীদদের স্মরণে শিল্পকলা একাডেমির আয়োজনে দিনব্যাপী স্থাপনা ও পারফরম্যান্স ‘১৯৭১/২০২৪ : আমাকে লুকিয়ে ফেল চোখের পাতায়’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত এই অনুষ্ঠান চলে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনারকক্ষে নাট্যকার মুনীর চৌধুরী স্মরণে সেমিনার আয়োজন করা হয় গতকাল সন্ধ্যায়। এ ছাড়া পোশাকশিল্প শ্রমিকদের নিয়ে মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সাভারের আশুলিয়ায় এই আয়োজন চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স।</p> <p> </p>