<p>গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন মণ্ডলকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ। তার নেতৃত্বে গত শুক্রবার রাতে উত্তরায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আরেফকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার হিসেবে পরিচিত। সূত্র জানায়, জাহাঙ্গীরের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রুহুল আমিন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি পদ পান। রুহুল আমিন মণ্ডল জাহাঙ্গীরের গার্মেন্টস ব্যবসা থেকে শুরু করে সব ধরনের ব্যবসার দেখাশোনা করতেন। গত ৫ আগস্টের পর জাহাঙ্গীর সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার পর থেকে রুহুল আমিনই জাহাঙ্গীরের সব ব্যবসার দেখাশোনা করে আসছিলেন। গাজীপুর ও ঢাকায় রুহুল আমিন মণ্ডলের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেল ৩টার দিকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর, ছাত্রলীগের কিছু ক্যাডার নিয়ে উত্তরায় হাউস বিল্ডিং এলাকায় এলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় জাহাঙ্গীরের পিএস আতিকুর রহমান জুয়েল ও ক্যাশিয়ার রুহুল আমিন মণ্ডল ঘটনাস্থলেই এলোপাতাড়ি গুলি করে পাঁচজন ছাত্রকে হত্যার অভিযোগ রয়েছে।</p> <p> </p>