<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাজীপুরে আলোক প্রজ্বালনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। ডুয়েটে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী মারিয়া খাতুনকে শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া সংগঠনের উদ্যোগে বরগুনার বেতাগীতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতাসভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আলোক প্রজ্বালনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানচিত্র এঁকে ও হাতে হাতে মোমবাতি প্রজ্বালন করেন শুভসংঘের সদস্যরা। সংগঠনের গাজীপুর জেলা শাখার সভাপতি মুসাফির ইমরানের সভাপতিত্বে তানজিনা জেরিন আক্তার, তানভীর আহমেদ, হারিন হোসেন, মোকছেদুল হক, শ্যামল, ঝর্না, জয়, আমিনুল ইসলাম, প্রত্যয়, নিপা, বনলতা, সুইটি, রোকসানা, সুমাইয়া ইসলাম, লিমা, তাসলিমা, মরিয়ম, জান্নাতুন, আহাদ, মাহমুদা, ফাহিম,  আলমগীর, রিপন প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-3-2024-11-04-14a.jpg" style="float:left" width="300" />ঢাকা : </span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পরিবারে বাবা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তিনি মারা যাওয়ার পর পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে। তখন আমার বড় ভাই লেখাপড়া ছেড়ে পরিবারের কথা ভেবে উপার্জনের পথ বেছে নেন। ভাইয়ের উপার্জন ও অন্যদের সহায়তায় আমি ডিপ্লোমা ভর্তি হই। ২০২৩ সালে ডিপ্লোমা পাস করার পর ডুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন ভর্তিসহ আমার লেখাপড়া অন্যান্য খরচ নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কথাগুলো বলেন সদ্য ডুয়েটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে চান্স পাওয়া শিক্ষার্থী মারিয়া খাতুন। গত মাসের ২২ নভেম্বর কালের কণ্ঠে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডুয়েটে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তার ভাঁজ মারিয়ার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শিরোনামে সংবাদ প্রকাশের পর বসুন্ধরা শুভসংঘ মারিয়া খাতুনকে শিক্ষা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। গতকাল বসুন্ধরা শুভসংঘের প্রধান কার্যালয়ে মারিয়া খাতুনের হাতে শিক্ষা সহায়তা তুলে দেওয়া হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মারিয়া খাতুন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ থেকে আমাকে যে শিক্ষা সহায়তা করা হলো তা দিয়ে ভর্তিসহ বইখাতা কিনতে পারব। বসুন্ধরা গ্রুপের কাছে কৃতজ্ঞ। সব সময় বসুন্ধরা গ্রুপের সফলতা কামনা করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেতাগী (বরগুনা</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন খান বলেন, এই প্রজন্মকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ জন্য সব শিক্ষার্থীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। এ সময় পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস ও মনোয়ারা বেগম, মো. আল আমিন, সহকারী শিক্ষক মো. ওমর ফারুক, সহকারী শিক্ষক মো. আল মামুন, ফাইজুর রহমান, সাবিনা ইয়াসমিন, আয়শা সিদ্দিকা, বশির আহমেদ, কম্পিউটার ল্যাব সহকারী আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p>