<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৪২তম (বিশেষ) বিসিএস স্বাস্থ্য নিয়োগ পরীক্ষায় (লিখিত ও মৌখিক) উত্তীর্ণ হয়েও পদায়ন না হওয়া এক হাজার ৯১৯ জন চিকিৎসক ক্যাডার পদে তাদের নিয়োগের দাবি জানিয়েছেন। গতকাল রবিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পদায়নবঞ্চিত চিকিৎসক ফাতেমা আক্তার বলেন, ২০২১ সালে নেওয়া ৪২তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও প্রয়োজনীয় পদ না থাকায় এক হাজার ৯১৯ জন চিকিৎসক নিয়োগবঞ্চিত হয়েছেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা যৌক্তিক দাবি নিয়ে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে দাবি করা হয়, স্বাস্থ্য অধিদপ্তর অতিদ্রুত দুই হাজার চিকিৎসক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ বিসিএসে নিয়োগ প্রক্রিয়া থেকে চাকরিতে যোগদান পর্যন্ত দীর্ঘ সময় প্রয়োজন। ৪২তম বিসিএসের পরে আর কোনো চিকিৎসক নিয়োগ হয়নি। এ অবস্থায় ওই বিসিএসের অপেক্ষমাণ চিকিৎসকদের অগ্রাধিকার দেওয়া হোক।</span></span></span></span></p>