<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিন্ডিকেট বন্ধ করাসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। চলতি বছরের মধ্যে দাবিগুলো না মানলে আগামী ১ জানুয়াারি থেকে সারা দেশের প্রান্তিক পোলট্রি খামারে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। বিপিএর সভাপতি মো. সুমন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দাবিগুলো হলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">করপোরেট কম্পানিগুলোকে শুধু ফিড ও মুরগির বাচ্চা উৎপাদনে সীমাবদ্ধ থাকার নিয়ম করতে হবে। কারণ বর্তমানে করপোরেট কম্পানিগুলো ডিম ও মুরগি উৎপাদনেও অংশ নিচ্ছে, এতে ছোট খামারিরা বাজারে প্রতিযোগিতা করতে পারছেন না; বাণিজ্যিকভাবে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করতে হবে; ফিড ও মুরগির বাচ্চার সিন্ডিকেট বন্ধ করতে হবে; প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে; ক্ষুদ্র খামারিদের সহজ শর্তে ঋণ ও ভর্তুকির ব্যবস্থা করতে হবে; ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনার ব্যবস্থা করতে হবে; আলাদা বাজার সুবিধা তৈরি করতে হবে প্রান্তিক খামারিদের জন্য; সরকারি নীতিমালা তৈরি করে করপোরেট সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে; চুক্তিভিত্তিক ফার্মিংয়ের ফাঁদ বন্ধ করতে হবে; প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শ দিতে হবে।</span></span></span></span></span></p>