<p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকায় </span><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছিনতাইকারীর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span><span style="font-family:SolaimanLipi"> ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আর গুলিস্তান এলাকায় ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে লোকজন। গত রবিবার বিকেল ও রাতে এই দুই ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মগবাজারসংলগ্ন হাতিরঝিল এলাকায় রবিবার বিকেলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. হাবিবুল্লাহ (১৯) নামের এক দোকান কর্মচারী আহত হন। রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাবিবুল্লার বাড়ি ময়মনসিংহে। তিনি গ্রাম থেকে বাসে করে মগবাজার এসে নামেন। পরে ছিনতাইয়ের শিকার হন। তিনি ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করতেন।</span></span></span></span></span></p>