<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বাড্ডা, সায়েদাবাদ ও মতিঝিলে নারীসহ তিনজনকে হত্যার অভিযোগ মিলেছে। গত বুধবার রাতের বিভিন্ন সময় তাঁদের হত্যা করা হয়। নিহতরা হলেন শরীয়তপুরের নওডোবা উপজেলার সোহরাব খানের মেয়ে সুবর্ণা আক্তার মিম (২২), নোয়াখালীর সেনবাগ উপজেলার ইমাম হোসেনের ছেলে মো. কামরুল হাসান (২৩) এবং কৃষি ব্যাংকের সাবেক সিবিএ সভাপতি আব্দুল হালিম (৬৩)।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাড্ডা থানা পুলিশ জানায়, দুই বছর আগে ভুক্তভোগী মিমের সঙ্গে বিয়ে হয় অভিযুক্ত শেখ সোহেলের। পারিবারিক কলহের জেরে প্রায়ই তাঁদের বাগবিতণ্ডা হতো। গত বুধবার রাতে বনানীর একটি ক্লাবে যাওয়ার কথা বলে মিমকে নিয়ে বের হন সোহেল। পরে মিমকে ছুরিকাঘাতে হত্যার খবর পায় তাঁর পরিবার। পারিবারিক কলহের জেরে সোহেল মিমকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে দাবি মিমের পরিবারের।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাড্ডার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাজহারুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় মিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোহেলের বিরুদ্ধে মামলা করেছেন মিমের মা। সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গত বুধবার রাতে যাত্রাবাড়ীর সায়েদাবাদে মো. কামরুল হাসানকে (২৩) ছিনতাইকারীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। কামরুলের বাবা ইমাম হোসেন জানান, বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে সায়েদাবাদে যান কামরুল। তবে তাঁকে রেখেই বাসটি চলে যায়। এরপর কামরুলের মৃত্যুর খবর মেলে। যাত্রাবাড়ী থানার এসআই মো. আতিকুল ইসলাম বলেন, বুধবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কামরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সায়েদাবাদ ব্রিজের ঢালে রেখে যায়। তাঁকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা কামরুলকে কুপিয়ে ফেলে রেখে গেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে মতিঝিলের বিমান অফিসের সামনে গত বুধবার রাতে কৃষি ব্যাংকের সাবেক সিবিএ সভাপতি আব্দুল হালিমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর ছেলে ফয়সালের দাবি, ২০১৪ সাল থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকের সিবিএ সভাপতি ছিলেন আব্দুল হালিম। পদসহ বিভিন্ন বিষয় নিয়ে একই প্রতিষ্ঠানের কর্মচারী ও ইউনিয়নের সদস্য ফয়েজ উদ্দিন, মিরাজ হোসেন, সাহেদ ও সাইফুলের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বিরোধ চলে আসছে। এ নিয়ে গত অক্টোবরে থানায় জিডিও করেন আব্দুল হালিম।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার বলেন, পূর্ববিরোধের জেরে সাবেক সহকর্মীদের সঙ্গে আব্দুল হালিমের বাগবিতণ্ডা হয়। এরপর তাঁকে মারধর করা হয়।</span></span></span></span></p> <p> </p>