<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিবাসীদের রেমিট্যান্সের কারণেই বর্তমানে দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। তাঁদের পাঠানো টাকা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তাই রেমিট্যান্স যোদ্ধারাই দেশের রিয়েল হিরো। গতকাল শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিবাসী কর্মীদের যথার্থ মূল্যায়নই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে পারে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক এই ছায়া সংসদের আয়োজন করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবু আহমেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিবাসী শ্রমিকদের প্রখর দেশাত্মবোধ রয়েছে। তাঁরা বিগত ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এবং রেমিট্যান্স প্রেরণ বন্ধ করে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছিলেন। নানা শর্তের বেড়াজালে আইএমএফ চার বিলিয়ন ডলার ঋণ প্রদান করেছে। অথচ প্রবাসীরা কোনো শর্ত ছাড়াই বছরে ২৪ থেকে ২৫ বিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইসিবি চেয়ারম্যান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিবাসন-প্রক্রিয়ায় বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাদের গুরুত্বসহকারে মূল্যায়ন করতে হবে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর বর্তমানে দেওয়া প্রণোদনার হার বাড়াতে হবে। একই সঙ্গে অভিবাসীদের সন্তানদের স্কুল-কলেজে ভর্তির বিশেষ সুবিধা দিতে হবে। নিরাপদ অভিবাসন নিশ্চিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বায়রা ছাড়াও স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, ইমিগ্রেশন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:12pt"><span style="font-family:"Minion Pro","serif""><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছায়া সংসদে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের কর্মক্ষম ২৫ শতাংশ মানুষের কর্মসংস্থান হয় অভিবাসনের মাধ্যমে। বৈদেশিক কর্মসংস্থান না করা গেলে বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা আরো ১০ শতাংশ বেড়ে যেত। এ দেশের উন্নয়নের মূল নায়ক সারা পৃথিবীতে অবস্থানকারী অভিবাসী ভাই-বোনরা। তাঁদের উপার্জিত আয়ের কারণেই আমাদের রিজার্ভ বেড়েছে, আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>