<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শীতের শুরুতেই পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্রসৈকতে দেশি-বিদেশি পর্যটকের ঢল নেমেছে। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ায় অনেকে সপরিবারে কুয়াকাটায় বেড়াতে যাচ্ছেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটায় বাস, মিনিবাস এবং অন্যান্য যানবাহনের ভিড় চোখে পড়ে। দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা কুয়াকাটায় আসছে। গতকাল সকাল থেকে গভীর রাত পর্যন্ত দল বেঁধে লোকজন সৈকতের গুরুত্বপূর্ণ স্পট নারকেল বাগান, ঝাউবন, তালবাগান, লেম্পুচর, গঙ্গামতি, কাউয়ার চর ও টেংরাগিরী বনাঞ্চলে ঘুরে বেড়িয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ হৈ-হুল্লোড় করে আনন্দঘন পরিবেশে সমুদ্রে স্নানে নেমেছে। ঢাকা থেকে সপরিবারে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক মো. নাহিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা তিন দিন হলো এখানে এসেছি। এখানকার চর বিজয়, গঙ্গামতি চর, কাউয়ার চর, লাল কাঁকড়ার চর, মিশ্রিপাড়া বৌদ্ধবিহার ঘুরে দেখেছি। কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এই ভ্রমণের কথা আমি কোনো দিন ভুলব না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কুয়াকাটা সৈকতসংলগ্ন তাঁতবস্ত্র ও ঝিনুকের সামগ্রী বিক্রেতা মো. সুমন আহম্মেদ কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে দ্বিগুণ পর্যটক এসেছে। সব  দোকানপাটে বেচাবিক্রিও বেড়েছে দ্বিগুণ। এভাবে চলতে থাকলে আমরা গত বছরের লোকসান কাটিয়ে উঠতে পারব।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p>