<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিন কোটি দুই লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় কাপড়, চিনি, গরু, খাদ্যসামগ্রী, রসুন, শিং মাছ ও মোবাইল সেট জব্দ করা রয়েছে। বিজিবি জানায়, গত শনিবার ৪৮ ব্যাটালিয়নের অধীনে থাকা সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী  বিছনাকান্দি, কালাইরাগ, লাফার্জ, কালাসাদেক, শ্রীপুর, প্রতাপপুর, নোয়াকোট, সোনারহাট, দমদমিয়া, বাংলাবাজার ও উত্মা বিওপির জওয়ানরা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>