<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রুট দুটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর ফলে এ দুই গন্তব্যে যাতায়াতে চার থেকে সাড়ে পাঁচ ঘণ্টা পর্যন্ত সময় কম লাগবে। দূরত্ব কমে আসায় যাত্রীদের ভাড়াও কমে আসবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন পথে ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলু করা হয়েছে। গতকাল রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশন থেকে খুলনা-ঢাকা-খুলনা রুটে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহানাবাদ এক্সপ্রেস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রূপসী বাংলা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এক্সপ্রেস ট্রেন দুটির চলাচল উদ্বোধন করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সোমবার সাপ্তাহিক বন্ধ রেখে ট্রেন দুটি নিয়মিতভাবে এসব পথে চলাচল করবে। চালু হওয়া নতুন পথে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা এবং সাড়ে তিন ঘণ্টায় বেনাপোল পৌঁছা যাবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগত সাড়ে ৯ ঘণ্টা এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে সাত ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগত। নতুন পথে যাতায়াতে সময় সাশ্রয় হবে যথাক্রমে পাঁচ ঘণ্টা ৩৫ মিনিট ও প্রায় চার ঘণ্টা। ঢাকা-খুলনা-ঢাকা রুটে একজন যাত্রীকে একক যাত্রায় ভাড়া দিতে হতো শোভন চেয়ারে ৬৩০ টাকা ও স্নিগ্ধা শ্রেণিতে এক হাজার ২০৮ টাকা। বর্তমানে একই গন্তব্যে যেতে একজন যাত্রীকে ভাড়া দিতে হবে শোভন চেয়ারে ৪৪৫ টাকা ও স্নিগ্ধা শ্রেণিতে ৮৫১ টাকা, অর্থাৎ শ্রেণিভেদে একই গন্তব্যে ভাড়া কমছে যথাক্রমে ১৮৫ ও ৩৫৭ টাকা। অন্য ক্যাটাগরির আসনেও একইভাবে ভাড়া কমে আসবে। গতকাল সকাল ৬টায় খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে স্বাগত জানানোর মধ্য দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা দুই জোড়া ট্রেনের আনুষ্ঠানিক চলাচল উদ্বোধন করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উদ্বোধন অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্ধারিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সময়ের ৪৬ মিনিট পরে পৌঁছলেও প্রথম দিনে খুলনা-ঢাকা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রায় খুশি যাত্রীরা। গতকাল সকাল ৬টা ৪ মিনিটে খুলনা স্টেশন ছেড়ে ঢাকার কমলাপুর পৌঁছে ১০টা ৩৫ মিনিটে, যেটি খুলনা থেকে সকাল ৬টায় ছেড়ে ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছার কথা ছিল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহানাবাদ এক্সপ্রেসের প্রথম যাত্রী হিসেবে খুলনা থেকে ঢাকায় গিয়েছেন খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক। তিনি বললেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি ভীষণ খুশি। এই দিনের অপেক্ষায় ছিলাম। যদিও ৪৫ মিনিট দেরি হয়েছে, তার পরও ইতিহাসের সাক্ষী হতে পেরে ধন্য।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার (চলতি দায়িত্ব) আশিক আহমেদ বলেন, ট্রেনটিতে মোট ৭৬৮টি আসন রয়েছে। টিকিট কাটতে হবে অনলাইনে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেনাপোল (যশোর) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রথমবারের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মতো পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেনে আসন রয়েছে ৭৬৮টি। এর মধ্যে আছে এসি কেবিন ৪৮টি, এসি চেয়ার ৩২০টি ও শোভন চেয়ার ৪০০টি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় ১২টি বগিতে ৯২৭ জন যাত্রী নিয়ে বেনাপোল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি। পৌনে চার ঘণ্টা সময় নিয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায়  পৌঁছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি কেবিন এক হাজার ৪১ টাকা, এসি চেয়ার ৮৬৯ টাকা এবং শোভন চেয়ার ৪৫৫ টাকা। বেনাপোল রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেনটি চলাচলের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক মো. রফিকুল ইসলাম, শার্শার উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেনাপোল রেলস্টেশনের মাস্টার মো. সাইদুজ্জামান জানান, রূপসী বাংলা সোমবার সাপ্তাহিক বন্ধ থাকবে।</span></span></span></span></p>