<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এ ব্যাপারে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই সংশয় রয়েছে। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন করা সহজ হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল নগরীর একটি অভিজাত হোটেলে স্থানীয় সরকার  সংস্কারবিষয়ক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্থানীয় সরকার বিভাগ, খুলনা জেলা প্রশাসন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। মতবিনিময়সভায় তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন বহু আইন দিয়ে পরিচালিত হয় স্থানীয় সরকার। সংবিধানে স্থানীয় সরকার বলে কিছু নেই। তাই সংবিধানের ৫৯ ও ৬০ ধারা আইনের পরিবর্তন করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মতবিনিময়সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ফেরদৌস আরফিনা ওসমান, অ্যাডভোকেট আবদুর রহমান, ড. মাহফুজ কবীর, মাশহুদা খাতুন শেফালী, ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, ইলিরা দেওয়ান, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম প্রমুখ।</span></span></span></span></p>