<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবেক বিক্রয় প্রতিনিধি আহমেদ তাহমিদ হাসনাইন পুলকের ২২টি ও তাঁর স্ত্রী নাসরীন সুলতানার একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন আদালত। গত সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। গতকাল আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে দুদকের সহকারী পরিচালক মো. মাইনুদ্দীন তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।</span></span></span></span></p>