<p>বাংলাদেশ লোককারুশিল্প ফাউন্ডেশনে কর্মরত কারুশিল্পী হোসনেয়ারাকে সূচিশিল্পে বিশেষ সম্মাননা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। কলেজ শাখার উদ্যোগে তৈরি করা হয়েছে মানবতার দেয়াল। বসুন্ধরা শুভসংঘ রাঙ্গামাটির কাউখালী উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :</p> <p><img alt="কারুশিল্পী হোসনেয়ারাকে বিশেষ সম্মাননা দিল বসুন্ধরা শুভসংঘ" height="45" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/26-12-2024/Rif/26-12-2024-p4-7.jpg" style="float:left" width="250" /></p> <p>সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : বাংলাদেশ লোককারুশিল্প ফাউন্ডেশনে কর্মরত কারুশিল্পী হোসনেয়ারাকে সূচিশিল্পে বিশেষ সম্মাননা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। গতকাল বুধবার দুপুরে ফাউন্ডেশনের কনফারেন্সরুমে তাঁকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। জহিরুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এবং কালের কণ্ঠ সোনারগাঁও উপজেলা প্রতিনিধি গাজী মোবারকের সঞ্চালনায় পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমবায় মন্ত্রণালয়ের ঢাকা বিভাগের যুগ্ম নিবন্ধক শেখ কামাল হোসেন। উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, ফাউন্ডেশনের গাইড লেকচারার এ কে এম মুজ্জামিল হক, সোনারগাঁও কারুপল্লী ও কারুশিল্প দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সমাজকর্মী এহসানুল হাসনাইন, সাংবাদিক মাজহারুল ইসলাম ও শরিফ হোসেন, সোনারগাঁও উপজেলা শুভসংঘের মোশারফ হোসেন, জহিরুল ইসলাম বাবু, সাজিদ শরিফ, তাজুল ইসলাম, শাহিন মোল্লা, ইলিয়াস, সেলিম, সুমন, পলাশ, মাহবুব হোসেন প্রমুখ।</p> <p>ঢাকা : ঢাকা কলেজের পাশে নায়েমের গলিতে ঢাকা কলেজের দেয়াল ঘেঁষে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার উদ্যোগে তৈরি করা হয়েছে মানবতার দেয়াল। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. ইকবাল হোসেন শিহাব, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক আবু বকর, সদস্য আজিজ মাহমুদ, শোভন, রিফাত প্রমুখ। দেয়ালের গায়ে পুরনো কাপড় কেন? এমন প্রশ্ন অনেকেরই। দেয়ালের ওপরে লেখা দেখে প্রশ্নের উত্তর মিলল। লেখা রয়েছে আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো এখানে রেখে যান। আবার অপর পাশে লেখা রয়েছে—আপনার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যান।</p> <p>কাউখালী (রাঙামাটি) : বসুন্ধরা শুভসংঘ কাউখালী উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা গতকাল আইটেক কম্পিউটার ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কাউখালী শাখার সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, নতুন কমিটির সহসভাপতি রবিউল আলম রবি, সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জান্নাতুল মীম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক উমংসাই মারমা।</p> <p>উপস্থিত ছিলেন সহসভাপতি সাহিদা আক্তার মুন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক অনিরুদ্ধ রায় শান্ত ও সুমাইয়া আক্তার মাহি, সহসাংগঠনিক সম্পাদক মাপাইচিং মারমা, অর্থ সম্পাদক জিতা চাকমা, দপ্তর সম্পাদক মো. এরশাদ, প্রচার সম্পাদক মো. সোলাইমান বাদশা, ক্রীড়া সম্পাদক মো. রাশেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সোহেল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নুসরাত জাহান নিপা প্রমুখ।</p>