<p>সিলেটের গোয়াইনঘাট উপজেলা সীমান্ত দিয়ে চিনি আনতে ভারতে অনুপ্রবেশ করা ১৩ বাংলাদেশি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে বিএসএফ। প্রায় দুই দিন পর গতকাল বুধবার বিজিবিকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিএসএফ।</p> <p>গতকাল সকালে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের ৪ বিএসএফের কমান্ড্যান্টের সঙ্গে আলোচনা হয়েছে। বিএসএফ জানিয়েছে, গত সোমবার রাত ৪টায় বাংলাদেশের তামাবিল এলাকার বিপরীতে ভারতের ডাউকি এলাকার আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে মোট ১৩ জন বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে আটক করা হয়। পরে তাঁদের ডাউকি থানায় হস্তান্তর করা হয়েছে।</p> <p>বাংলাদেশের ১৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডাউকি পুলিশ স্টেশনের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, তাঁদের আটকের পর ডাউকি পুলিশ স্টেশনে সোপর্দ করা হয়েছে।  বর্তমানে তাঁরা পুলিশ স্টেশনে আছে।</p> <p>আটক ১৩ বাংলাদেশি হলেন জৈন্তাপুর উপজেলার সাজু আহমদ, গোয়াইনঘাট উপজেলার বড়হাল গ্রামের শামীম, হাবিব আহমদ, জৈন্তাপুর উপজেলার সজিব, গুচ্ছগ্রামের মোবারক, আরিফ, দুলতিপুর গ্রামের ফখরুল ইসলাম, শ্রীপুর গ্রামের রুবেল, গোয়াইনঘাটের শান্তিনগর গ্রামের ইব্রাহিম, জৈন্তাগ্রামের রুহুল, গুচ্ছগ্রামের রনি, সোহাগ এবং তামাবিল গ্রামের নয়ন। ডাউকি পুলিশের একটি সূত্র ও স্থানীয় একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।</p> <p> </p>