<p>সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগের তদন্ত শুরু হয়েছে।</p> <p>রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কম্পানি রোসাটমের তত্ত্বাবধানে প্রকল্পটির নির্মাণকাজ চলছে। দুটি বিদ্যুেকন্দ্র তৈরিতে ২০১৫ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিটি কেন্দ্রের উৎপাদনক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট। দুদক অভিযোগ করেছে, প্রকল্পে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের মতো আর্থিক অনিয়ম হয়েছে, যার সঙ্গে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক জড়িত।</p> <p>বিশ্বের সবচেয়ে বড় ‘এনরিচড ইউরেনিয়াম’ সরবরাহকারী প্রতিষ্ঠান রোসাটম এই অভিযোগ অস্বীকার করেছে। বার্তা সংস্থা রয়টার্সকে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘রোসাটম স্টেট করপোরেশন আদালতে তার নিজস্ব স্বার্থ ও সুনাম রক্ষায় প্রস্তুত রয়েছে। আমরা গণমাধ্যমে উল্লেখিত অসত্য বক্তব্যগুলোকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসেবে বিবেচনা করছি, যে প্রকল্পটি দেশটির বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে।’</p> <p>নিজের পরিবারের পক্ষে ওয়াশিংটন থেকে রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, “এসব সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এবং একটি ‘স্মিয়ার ক্যাম্পেইন’। আমার পরিবার বা আমি কখনোই এর সঙ্গে জড়াইনি কিংবা কোনো সরকারি প্রকল্প থেকে কোনো টাকা নিইনি।”</p> <p>ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং তাঁর ওপর প্রধানমন্ত্রীর আস্থা রয়েছে। টিউলিপ তাঁর দায়িত্ব পালন করে যাবেন।</p>