<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুপ্রিম কোর্টের রেকর্ড রুমের পর্যাপ্ত নিরাপত্তায় ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি ভবনে সভাপতির কক্ষে সংবাদ সম্মেলন থেকে তিনি এই অনুরোধ জানান। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ঘটনায় ষড়যন্ত্র থাকতে পারে। পতিত সরকারের বিভিন্ন দুর্নীতি যাতে প্রমাণ করা না যায়, সে জন্য সব অ্যাভিড্যান্স (নথিপত্র) তারা পুড়িয়ে দিতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>