<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাটিতে লবণ, পানিতে লবণ; তার মধ্যে আমরা টিকে থাকার লড়াই করছি। দেশি জাতের ধান, শাক-সবজি, ফলদ ও ওষধি গাছের বীজ সংরক্ষণ করছি। কোনো ওষুধও দিই না। অনেক জাতের বীজ পাওয়া যায় না। কিন্তু এই বীজ ছাড়া বাঁচার উপায় নেই। দেশি জাতের বিভিন্ন প্রকার ধানসহ বিলুপ্তপ্রায় চার শ প্রকারের শাক-সবজি, ফলদ ও ওষধি গাছের বীজ সংগ্রহ করেছি। আমাদের এলাকার অনেকের কাছেই দেশি বীজের ভাণ্ডার রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও দেশি বীজ রক্ষায় এভাবেই নিজের কাজের কথা বলছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের কৃষি পদকপ্রাপ্ত কিষানি অল্পনা রানী মিস্ত্রি। শুধু অল্পনা মিস্ত্রিই নন, জীবন জয়ের আরো গল্প শোনালেন কৃষক কৃষ্ণেন্দু রায় ও সন্ধ্যা রানী সরদার। তাঁরাও একই এলাকার বাসিন্দা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগরীর সিএসএস আভা সেন্টারে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য উঠে আসে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বেসরকারি সংস্থা নারী উন্নয়ন সংগঠন বিন্দু এই অনুষ্ঠানের আয়োজন করে। খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক এনামুল হক এতে সভাপতিত্ব করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দারিদ্র্য আর কষ্টের মধ্যে অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্যামনগরের সন্ধ্যা রানী সরদার। স্বামীর সংসারেও সেই কষ্টের বোঝা বইতে হয়েছে। কিন্তু মাত্র ২৫০ গ্রাম কেঁচো বদলে দিয়েছে সন্ধ্যার জীবনচিত্র, দেখা দিয়েছে আলোর রেখা। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটি এনজিওর মাধ্যমে কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করি। সেই থেকে জমি, বাড়ি সব কিছু হয়েছে। এখন কতগুলো কম্পোস্ট গণনা করেও বলা কষ্ট। মাছ চাষ, ধান-সবজি উৎপাদন করছি। কিন্তু কোথাও কীটনাশক, সার ব্যবহার করছি না। এখন অনেকেই ভার্মি কম্পোস্টে আগ্রহী হচ্ছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্যামনগরের আবাসচণ্ডীপুরের কৃষ্ণেন্দু শোনালেন সোলার ব্যবহার করে পানি সেচ ব্যবস্থাপনা, নতুন নতুন চাষের কৌশলের গল্প। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই জমিতে তিন স্তরে (থ্রিডি) সবজি চাষ করছি। লবণের হাত থেকে বাঁচতে মাচা পদ্ধতি, বস্তা পদ্ধতি অনুসরণ ও স্বাদু পানির সংকট থেকে বাঁচতে পানি পুনর্ব্যবহার করে ভালো ফল পাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>