<p>জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আগামী দুই মাসের মধ্যে দেশে একাধিক রাজনৈতিক দল আসবে। তবে জাতীয় নাগরিক কমিটি কখনোই রাজনৈতিক দল হবে না। এটি একটি রাজনৈতিক শক্তি, যা আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরি করবে। পাশাপাশি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। এটি জাতীয় পর্যায়ের একটি ইনস্টিটিউট হবে।</p> <p>গতকাল শুক্রবার পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে জাতীয় নাগরিক কমিটি পঞ্চগড়ের আয়োজনে এক মতবিনিময়সভায় এই মন্তব্য করেন সারজিস আলম। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ছিল, তাদের নিয়েই হয়তো এই রাজনৈতিক দল আসবে। তবে যারা রাজনৈতিক দলে যাবে, তারা নাগরিক কমিটিতে থাকতে পারবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ যদি ওই রাজনৈতিক দলে যেতে চায়, তাহলে তাকে তার সব পদ ছেড়ে যেতে হবে।</p> <p> </p> <p> </p>