<p>কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরের চকবাজার দেবপাহাড় এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার কাবেরীকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। </p> <p>চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা সাংবাদিকদের জানান, কাবেরীর বিরুদ্ধে কক্সবাজার থানায় মামলা আছে। কক্সবাজার জেলা পুলিশের অনুরোধে চট্টগ্রামের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কাবেরীকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। </p> <p>পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার দেবপাহাড় এলাকায় তাঁর পৈতৃক বাসায় অভিযান চালিয়েছে চকবাজার থানার পুলিশ। পুলিশের অভিযানের খবরে ওই ভবনের ছাদে রাখা পানির ট্যাংকে লুকিয়েছিলেন তিনি। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজারের রামুর বাসিন্দা। গ্রেপ্তারের পর তাঁকে চকবাজার থানায় নিয়ে যাওয়ার পর দেবপাহাড় এলাকায় একদল মানুষ আওয়ামী লীগবিরোধী স্লোগানে মিছিল করে।</p> <p>প্রসঙ্গত, কক্সবাজার জেলা আওয়ামী লীগের এই নেত্রী কক্সবাজার সদর আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুল সরোয়ার কমলের বোন। তিনি সর্বশেষ গত সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসন ও কক্সবাজার-৪ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন।</p> <p> </p>