<p>শিল্প মন্ত্রণালয়ের বেশির ভাগ প্রতিষ্ঠান যখন লোকসানের ভার বইছে, তখন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল) দেখছে লাভের মুখ। কয়েক বছর ধরেই গাড়ি সংযোজন ও বিক্রি করা সরকারি এই প্রতিষ্ঠান লাভ করে চলছে। ২০২৩-২৪ অর্থবছরে সর্বোচ্চ লাভ হয়েছে ৭২ কোটি ৬২ লাখ টাকা। একই সঙ্গে প্রতিষ্ঠানটি গেল অর্থবছরে ১৬৮ কোটি ৮৯ লাখ টাকার রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে।</p> <p>শিল্প মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনে পরিচালিত হয় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটি দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শীর্ষস্থানীয় অটোমোবাইল কম্পানি। বিএসইসি সূত্রে জানা গেছে, পিআইএলের ২০২২-২৩ অর্থবছরে লাভ হয়েছিল ১৮ কোটি টাকা, ২০২১-২২ অর্থবছরে লাভ হয়েছিল ৩৪ কোটি ৮৩ লাখ টাকা, আর ২০২০-২১ অর্থবছরে লাভ হয়েছিল সাত কোটি ২৮ লাখ টাকা।</p> <p>গত ২৬ ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিএসইসির সভাকক্ষে পিআইএলের ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিআইএল ও বিএসইসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান। ওই সভায় পিআইএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ পরিচালনা পর্ষদকে জানান, পিআইএল দেশে সরকারি ও বেসরকারি খাতে গাড়ি সংযোজন করে বাজারজাতের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বছর পিআইএল শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম মুনাফা অর্জন করেছে। চট্টগ্রামের নাসিরাবাদে ৪.৩১ একর বেদখল হওয়া জায়গা উদ্ধার করে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। একই সঙ্গে শোরুম, বিক্রয়কেন্দ্র ও উন্নতমানের সার্ভিস সেন্টার গড়ে তোলা হয়েছে। নতুন এই কার্যালয় স্থাপনের ফলে পিআইএলের সম্পদ সংরক্ষণ ও ভাড়া অফিসের বিপরীতে বছরে প্রায় এক কোটি টাকা সাশ্রয় হবে।</p> <p>আবুল কালাম আজাদ আরো জানান, ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় পিআইএলের আধুনিক শোরুম ও বিক্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি সেবার মান বৃদ্ধি ও সহজীকরণ করার লক্ষ্যে অত্যাধুনিক থ্রিএস সেন্টারের নির্মাণকাজও চলছে। পিআইএলের পণ্যে বৈচিত্র্য আনার লক্ষ্যে প্রথমবারের মতো বিশ্ববিখ্যাত কোরিয়ান কিয়া (কেআইএ) ব্র্যান্ডের সিডান কার সংযোজন ও বাজারজাত শুরু করা হয়েছে। অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ এক হাজার ৬০০ সিসির সেরাটো মডেলের ব্র্যান্ড নিউ গাড়ি বাজারে এনেছে, যা ৪৫ লাখ টাকায় পিআইএলের বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।</p> <p> </p>