<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের সাকাশ্বরে বিশাল আয়োজনে শুরু হয়েছে ক্যাসিনো নামের জুয়ার আসর। আসরে প্রতিদিন খেলা হচ্ছে ৮০ লাখ থেকে কোটি টাকার জুয়া। টাঙ্গাইলের দেলদুয়ারের শামীম রেজা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (৩২), বাগেরহাটের মোরেলগঞ্জের আবুল হোসেন ইমন (৪৫), মাদারীপুরের শিবচরের মফিজুল ইসলাম (৪৫) ও গাজীপুর মহানগরীর গাছা থানার খাইলকুরের দেলোয়ার হোসেন এই ক্যাসিনোর আয়োজক। জুয়া খেলাকে কেন্দ্র করে এলাকায় বেড়েছে খুন, ছিনতাই ও মাদকের ব্যবহার। অভিযোগ রয়েছে, মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মহিদুল ইসলামকে ম্যানেজ করে চলছে ক্যাসিনো নামে ওই জুয়ার আসর। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সূত্রে জানা গেছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, তিন সপ্তাহ আগে কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ি এলাকার সাকাশ্বর ব্রিজের নিচে তুরাগ নদে বড় আকারের নৌকায় বসে ওই ক্যাসিনোর আসর। বিকেল ৪টা থেকে ভোর পর্যন্ত চলে খেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা একটি নির্দিষ্ট স্থানে জড়ো হয়। সেখান থেকে নিরাপত্তা দিয়ে তাদের নেওয়া হয় নৌকায়। অর্ধশতাধিক যুবক নৌকার নিরাপত্তায় পাহারায় থাকে। প্রতিদিন ৮০ লাখ থেকে এক কোটি টাকার খেলা হয় ক্যাসিনোতে। এই টাকার একটি অংশ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও স্থানীয় বিএনপির নেতারা পান। আসর পরিচালনা করেন টাঙ্গাইল সদরের শরীফুল ইসলাম শরীফ (৪২)। চার আয়োজকের নামে কালিয়াকৈরসহ দেশের বিভিন্ন থানায় অবৈধভাবে জুয়ার আসর পরিচালনার অভিযোগে মামলা রয়েছে। পরিচালক শরীফের নামে জুয়া আইন ছাড়াও টাঙ্গাইল সদর থানায় হত্যাসহ একাধিক মামলা আছে। ওই হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি চলতি বছর গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন কমপক্ষে চারবার। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এলাকার বাসিন্দা আবদুল লতিফসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, শত শত লোক জুয়া খেলতে সাকাশ্বরে আসছে। অনেকে দামি গাড়ি, মাইক্রোবাস রিজার্ভ করেও আসে। মাঝেমধ্যে সাকাশ্বরের পরিবর্তে চা-বাগান এলাকায় বসে আসর। গত ১২ ডিসেম্বর ভোরে ছিনতাইকারীরা বিশ্ববিদ্যালয়ছাত্র তাজবির হোসেন শিহানকে (২৬) কুপিয়ে হত্যার পর মোবাইল ও টাকা নিয়ে গেছে। এলাকায় চুরি-ছিনতাই বেড়ে গেছে। নদীতে জুয়ার আসার বসার পর কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামের মোবাইলে জানানো হয়। কিন্তু শুক্রবার পর্যন্ত জুয়া বন্ধ হয়নি।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে জুয়ার আসর পরিচালনাকারী শরীফুল ইসলাম শরীফ বলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্যাসিনো পরিচালনার অনুমতি নেই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, তবে মৌচাক ফাঁড়ির পুলিশকে ম্যানেজ করে ক্যাসিনো চালানো হচ্ছে। বিকাশ নম্বরে তাঁদের জন্য প্রতিদিন টাকা পাঠানো হয়। এটা জুয়া নয়, বিনোদন। পৃথিবীর সব উন্নত দেশে বিনোদনের জন্য এটি খেলা হয়ে থাকে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, অভিযান চালানোর জন্য বাড়তি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য প্রয়োজন। শিগগিরই সেখানে অভিযোন চালানো হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্যাসিনো পরিচালনার বিষয়ে ১০ দিন আগে যোগাযোগ করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামের সঙ্গে। তখন তিনি বলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিষয়টি জানা ছিল না। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> খোঁজ নিয়ে জানা গেছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, গত শুক্রবার পর্যন্ত বন্ধ হয়নি ক্যাসিনো জুয়ার আসর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযুক্ত মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, তাঁর বিরুদ্ধে জুয়ার আসর থেকে সুবিধা নেওয়ার অভিযোগ অসত্য। নদীপথে অপরাধ দমনের দায়িত্ব নৌ পুলিশের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>