<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১০৪ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৬৮ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭০ জন। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  গতকাল মারা যাওয়া ব্যক্তি বরিশাল বিভাগীয় এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৩ জন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, ঢাকা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহে তিনজন, চট্টগ্রামে সাতজন, খুলনায় দুজন, রাজশাহী বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৭২০ জন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>