<p>যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের জরিমানা হতে পারে। ভাড়া দেওয়া ফ্ল্যাটের এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট (ইপিসি) না থাকায় অন্তত ১০ হাজার পাউন্ড জরিমানা হতে পারে তাঁর।</p> <p>চলতি বছরের শুরুতে নিজের মালিকানাধীন ওই ফ্ল্যাটের ভাড়া থেকে আয় নিবন্ধন না করায় তদন্তের মুখে পড়েন টিউলিপ। বাড়িওয়ালা হিসেবে তিনি আইনি বাধ্যবাধকতা বজায় রেখেছেন কি না তা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তিনি। যুক্তরাজ্যে ভাড়া দেওয়া সব ধরনের সম্পত্তির এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তবে ২০২২ সালের ডিসেম্বর থেকে টিউলিপ ও তাঁর স্বামী উত্তর লন্ডনের যে বাড়িটি ভাড়া দিয়ে রেখেছেন, সেটির কোনো সার্টিফিকেট পাওয়া যায়নি।</p> <p>ইপিসির নিয়ম তিন মাসের বেশি সময় মেনে না চললে বাড়িওয়ালাদের সর্বনিম্ন ১০ হাজার পাউন্ড জরিমানা হতে পারে। এ ছাড়া সম্পত্তির মূল্য অনুযায়ী ২০ শতাংশ হারে সর্বোচ্চ দেড় লাখ পাউন্ড জরিমানা হতে পারে।</p> <p>টিউলিপ ও তাঁর স্বামী সাবেক সরকারি কর্মকর্তা ক্রিস্টিয়ান পার্সি ২০১৮ সালে আট লাখ ৬৫ হাজার পাউন্ডে সম্পত্তিটি কিনেছিলেন। এটি দেখাশোনার দায়িত্বে আছে একটি লেটিং এজেন্সি। লেটিং এজেন্সি সাধারণত সম্পত্তি দেখাশোনা এবং মালিকের পক্ষে ভাড়াটে খোঁজা ও অন্যান্য কাজ সম্পন্ন করে থাকে।</p> <p>এর আগে ১৪ মাস ধরে ভাড়া থেকে আসা ১০ হাজার পাউন্ডের বেশি আয় সঠিকভাবে দেখাতে ব্যর্থ হন টিউলিপ। এ নিয়ে পার্লামেন্ট কমিটির তদন্তের মুখে পড়েন তিনি। টিউলিপ সংসদীয় বিধি ভঙ্গ করেছেন বলে জানায় স্ট্যান্ডার্ড কমিশনার। তবে এটিকে প্রশাসনিক ত্রুটি আখ্যা দেওয়া হয়। এরই মধ্যে লন্ডনের আরেকটি সম্পত্তি থেকে আয়ের তথ্য জানিয়েছেন টিউলিপ। তবে এর বৈধ ইপিসি আছে।</p> <p>এ ছাড়া বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে। পরিবারের সদস্যদের নিয়ে তিনি এই প্রকল্প থেকে ৪০০ কোটি ডলার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। সূত্র : ডেইলি মেইল</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>