<p>মেট্রো রেলের বাংলাদেশ সচিবালয় স্টেশনের নাম পরিবর্তন করে অবিলম্বে প্রেস ক্লাব স্টেশন করার দাবি জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মেট্রো রেল নির্মাণকালে জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোর ক্ষতি ও স্বাভাবিক কার্যক্রমের ব্যাপক বিঘ্ন হয়েছে। এর পরও স্টেশনের নাম প্রেস ক্লাবের নামে হয়নি। এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ নিতে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির প্রতি আহ্বান জানান তাঁরা।</p> <p>গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে ২৫তম দ্বিবার্ষিক সাধারণ সভা থেকে এই দাবি জানানো হয়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। সভার শুরুতে গত এক বছরে ক্লাবের মারা যাওয়া সদস্য ও জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় ক্লাবের সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন আইয়ুব ভূঁইয়া। এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ বখতিয়ার রানা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, কাদের গনি চৌধুরী, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী ও এ কে এম মহসীন।</p> <p>সাধারণ সম্পাদক ও কেষাধ্যক্ষের রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন মীর লুত্ফুল কবীর সাদী, সরদার ফরিদ আহমদ, মুহাম্মদ খায়রুল বাশার, নুরুদ্দিন আহমেদ, বাছির জামাল, শাহীন হাসনাত (আবুল হাসনাত মোহাম্মদ ওবায়দুল্লাহ), শহীদুল ইসলাম, রাশেদুল হক, আলী মামুদ, সৈয়দ তোশারফ আলী, মোহাম্মদ কামরুজ্জামান, এমডি আবুল কালাম, রোজী ফেরদৌস, খুরশীদ আলম ও মোহাম্মদ শহিদুল ইসলাম। সভায় সমাপনী বক্তব্যে সদস্যদের পেশকৃত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ।</p> <p> </p>