<p>সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সরিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করে একটি আদেশ জারি করা হয়েছে।</p> <p>অথচ পবিত্র ওমরাহ পালন করতে তানভীর আহমেদ ১৫ দিনের ছুটি নিয়ে স্ত্রী-সন্তানসহ সৌদি আরবে অবস্থান করছেন। গত ২২ ডিসেম্বর তিনি সপরিবারে ঢাকা ত্যাগ করেন, আগামী ৪ জানুয়ারি তাঁর দেশে ফিরে কর্মস্থলে যোগ দেওয়ার কথা।</p> <p>তানভীর আহমেদের ছুটিতে থাকাকালে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব ছিল অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু সাঈদের ওপর। অথচ তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন। গত রবিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ বিল্লাল হোসেনকে।</p> <p> </p>