<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁও থানা এলাকায় মোছা. মায়া ইসলাম নামের এক নারী নিহতের মামলায় বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মাহদী হাসান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।</p> <p> </p>