<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতাকে সহযোগিতা দিতে সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর চালুর পর থেকে গত তিন মাসে এক হাজার তিনটি কল করা হয়েছে। এসব কলে আইনি পরামর্শ, অভিযোগ দাখিল এবং মামলার তথ্য দেওয়া হয়। এর মধ্যে বিচারক, কর্মচারী-আইনজীবীদের বিরুদ্ধে ৫৫টি অভিযোগ করা হয়। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হেল্পলাইনে এ পর্যন্ত আইনি পরামর্শ, অভিযোগ দাখিল ও মামলা সম্পর্কিত মোট এক হাজার তিনটি কল আসে। এর মধ্যে ৬০৪টি আইনি পরামর্শ-সেবা চেয়ে, ৩৪৪ মামলার তথ্য জানতে করা হয়। এ ছাড়া বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, সেবা পাওয়ার ক্ষেত্রে বিলম্ব ও অসদাচরণের অভিযোগ জানাতে কল আসে ৫৫টি কল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>