<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দৈনিক দেশ রূপান্তর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পত্রিকার নতুন সম্পাদক হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন সবুজ। তিনি পত্রিকাটির সদ্যোবিদায়ি সম্পাদক মোস্তফা মামুনের স্থলাভিষিক্ত হয়েছেন। গতকাল বুধবার রাজধানীর বাংলামোটরে অবস্থিত দেশ রূপান্তর পত্রিকার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সম্পাদকের দায়িত্ব বুঝে নেন কামাল উদ্দিন সবুজ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দায়িত্ব বুঝে নিয়ে কামাল উদ্দিন সবুজ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার পেশাজীবনের গুরুত্বপূর্ণ দিন আজ। কারণ সাংবাদিকতা জীবনে সম্পাদক হিসেবে আমার যাত্রা শুরু হচ্ছে। এই দিনে সাংবাদিক হিসেবে আমি প্রয়াত অমিত হাবিবকে স্মরণ করছি। যিনি এই পত্রিকাকে প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে শক্ত ভিত দিয়ে গেছেন। সদ্যোবিদায়ি সম্পাদক মোস্তফা মামুন দীর্ঘ সময় ধরে পত্রিকাকে এগিয়ে নিয়ে গেছেন। আমরাও সবাই মিলে দেশ রূপান্তর পত্রিকাকে আরো এগিয়ে নিয়ে যাব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে কামাল উদ্দিন সবুজকে ফুল দিয়ে বরণ করেন দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। এ সময় তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা সুন্দর সম্পর্কের মাধ্যমে দেশ রূপান্তরকে এগিয়ে নিয়ে যাব। ছোট ছোট সহানুভূতি অনেক পরিস্থিতি বদলে দেয়। সবাই সহানুভূতি নিয়ে এক হয়ে কাজ করলে দেশ রূপান্তর আরো এগিয়ে যাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>