<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের ৩৯ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটি আজ শুক্রবার এক  অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কালের কণ্ঠের সম্পাদক বিশিষ্ট কবি হাসান হাফিজ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ক্বণনের বর্ষপূর্তিতে আলোচনা অনুষ্ঠান এবং বাংলাদেশ ও ভারতের আমন্ত্রিত শিল্পী ও ক্বণন সদস্যরা একক, বৃন্দ আবৃত্তি ও সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, কলকাতার খ্যাতিমান আবৃত্তিশিল্পী শাশ্বতী গুহ এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি। ক্বণন সভাপতি মোসতাক খন্দকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এর আগে আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কালের কণ্ঠের সম্পাদক বিশিষ্ট কবি হাসান হাফিজ ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হবে। ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন চট্টগ্রামে আবৃত্তিশিল্পের একটি সংগঠন। ১৯৮৬ সালের ১ জানুয়ারী ক্বণনের প্রতিষ্ঠাতা কর্ণধার সভাপতি ও বাচিকশিল্পী মোসতাক খন্দকারের তত্ত্বাবধানে এর সাংগঠনিক যাত্রা শুরু হয়। কেবল আবৃত্তিশিল্পেই নিবেদিত ছিল ক্বণনের ৩৯ বছরের শ্রমনিষ্ঠ সাধনা।</span></span></span></span></span></p>