<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে টাইমস অ্যালজেব্রার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টে যে দাবি করা হয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা। গত বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্ট-সিএ প্রেস উইং ফ্যাক্টস থেকে পোস্ট করা বিবৃতিতে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিবৃতিতে বলা হয়, এক্সের এই পোস্টে করা দাবি সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। বিবৃতিতে আরো বলা হয়, পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও সম্পূর্ণ মিথ্যা।</span></span></span></span></span></p>