<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক কোটি ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করা হয়েছে। এ ছাড়া মাসুদ বিশ্বাসের স্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ার ভিত্তিতে তাঁকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ করা হয়েছে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার এজাহারে বলা হয়, মাসুদ বিশ্বাস তাঁর নিজ নামে এক কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং তা নিজ ভোগদখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আর মাসুদ বিশ্বাসের স্ত্রীর নামে ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য পাওয়া যাওয়ায় তাঁর বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারায় পৃথক সম্পদ বিবরণী নোটিশ করা হয়েছে। এর আগে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। তবে তখন অনুসন্ধান আলোর মুখ দেখেনি।</span></span></span></span></p>