<p>কুমিল্লার লালমাইয়ে প্রতিবন্ধী জাবেদ ওমরের বাড়িতে গতকাল উপহার নিয়ে যান বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ নরসিংদী জেলা শাখা। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত—</p> <p><img alt="প্রতিবন্ধী ওমরকে বসুন্ধরা শুভসংঘের উপহার" height="45" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/26-12-2024/Rif/26-12-2024-p4-7.jpg" style="float:left" width="250" />সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) : দুই হাত-পা বাঁকা। ঘাড় ও পিঠ সোজা হয়নি কখনো। জন্মের পর থেকেই বাকপ্রতিবন্ধী। তারপরও আজানের ধ্বনি শুনলেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে নিয়মিত মসজিদে যান শারীরিক প্রতিবন্ধী জাবেদ ওমর (১৮)।</p> <p>কালের কণ্ঠের প্রতিবেদন দেখে গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামে প্রতিবন্ধী জাবেদ ওমরের বাড়িতে উপহার নিয়ে যান বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সদস্যরা। সংগঠনটির পক্ষ থেকে তাকে ২৫ কেজি চাল, তিন কেজি আটা, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক কেজি ডাল, চারটি সাবান, একটি জায়নামাজ, একটি টুপি, একটি শীতবস্ত্রসহ কিছু পোশাক উপহার দেওয়া হয়।</p> <p>উপহার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম মুন্না, সহসভাপতি ফরহাদ উদ্দিন, নাফিউ জামান, সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল, দপ্তর সম্পাদক হাবিব মজুমদার ও অর্থ সম্পাদক সৈকত।</p> <p>প্রতিবন্ধী জাবেদ ওমরের বাবা জাফর আহমেদ বলেন, ‘আমার শারীরিক প্রতিবন্ধী ছেলেকে খাদ্য সহায়তা ও শীতবস্ত্র উপহার দেওয়ায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ।’</p> <p>দোশারীচোঁ উত্তরপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ ইসমাইল বোখারী বলেন, ‘তাকে সহায়তা করায় বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।’</p> <p>বসুন্ধরা শুভসংঘ লালমাই শাখার সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল বলেন, ‘আমরা বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার বন্ধুরা সামান্য কিছু উপহার নিয়ে এসেছি।’</p> <p>বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার উপদেষ্টা মো. কামাল হোসেন বলেন, ‘শারীরিক ও বাকপ্রতিবন্ধী জাবেদ ওমরের মতো সমাজের পিছিয়ে পড়াদের পাশে থাকবে বসুন্ধরা শুভসংঘ—এই প্রত্যাশা করছি।’</p> <p>লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উদ্দীপনের পরিচালক মো. কামাল হোসেন বলেন, ‘খাদ্য ও শীতবস্ত্র নিয়ে জাবেদ ওমরের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা শুভসংঘের দায়িত্বশীল ব্যক্তিদের ধন্যবাদ জানাচ্ছি।’</p> <p>নরসিংদী : বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ নরসিংদী জেলা শাখা। গতকাল শুক্রবার দিনব্যাপী শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী জামেয়া ফারুকিয়া শেরপুর মাদরাসায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চারটি ক্যাটাগরিতে ২৯০ জন প্রতিযোগী অংশ নেয়। ১৬ জন বিজয়ী হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাহবুবুর রহমান মনির।</p> <p>মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোসলেহ উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান, মাদরাসার শিক্ষাসচিব মাওলানা জাকির হোসেন, মুফতি মাসুদুর রহমান, বসুন্ধরা শুভসংঘের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মাসুম, শুভসংঘের সদস্য দেলোয়ার হোসেন, ইমরান হোসেন, শহিদুল ইসলাম, সোহেল মিয়া প্রমুখ।</p> <p>অধ্যক্ষ মাওলানা মোসলেহ উদ্দীন বলেন, বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পাঠ্যসূচির বাইরে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নিজের দক্ষতা বাড়াতে অনুপ্রাণিত করবে।</p> <p>বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাহবুবুর রহমান মনির বলেন, মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে আধুনিক ধ্যানধারণা, দেশের বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক ইতিহাস এবং ইসলামের চেতনার প্রসার ঘটানোর লক্ষ্যে এই আয়োজন।</p> <p> </p>