<p>পুরান ঢাকার সরকারি কবি নজরুল কলেজের ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম হলের রেলিং থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছেন। গত  বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহীদ শামসুল আলম ছাত্রাবাসের ছাদের রেলিংয়ে হেলান দিয়ে মোবাইল ফোনে  কথা বলার সময় তিনি পড়ে গেছেন বলে জানা গেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন, পদবঞ্চিতরা তাঁকে ছাদ থেকে ফেলে দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শহীদ শামসুল আলম ছাত্রাবাসের ছাদে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনে কথা বলেছিলেন ফাহিম। পুরনো জরাজীর্ণ রেলিংয়ে হেলান দেওয়া মাত্রই পড়ে যান তিনি। কবি নজরুল কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জামাল খান কালের কণ্ঠকে বলেন, ‘ফাহিম ভাই পড়ে গেলে দ্রুতই আমরা তাঁকে আজগর আলী হাসপাতালে ভর্তি করি। তাঁর পা ভেঙে গেছে। মাথায় আঘাত পেয়েছেন। চিকিৎসক বলেছেন, নিয়মিত চিকিৎসা নিলে ফাহিম ভাই দেড় মাসের মধ্যে সুস্থ হয়ে উঠবেন।’ পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন ফাহিম</p> <p> </p> <p> </p>