<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পায়নি ঢাকা। গতকাল শনিবার বিকেলে ঢাকার পূর্বাচলে বেলাব থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণসভা ও মিলনমেলায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এ পর্যায়ে ভারতের নতুন করে কিছু বলার নেই।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেদিনই তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পর থেকে সেখানেই রয়েছেন। এর মধ্যে তাঁর বিরুদ্ধে একের পর এক হত্যা, মামলা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণহত্যার অভিযোগেও মামলা হয়েছে। বিচারপ্রক্রিয়ার স্বার্থে সাবেক এ প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে গত ২৩ ডিসেম্বর দিল্লিকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নোট ভার্বাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (কূটনৈতিক বার্তা) পাঠায় ঢাকা। বাংলাদেশ নিয়ে আরো নানা প্রশ্নের উত্তর দেন রনধীর জয়সওয়াল।</span></span></span></span></span></p>