<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাবনার ঈশ্বরদীতে নির্মীয়মাণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত বিদেশিদের আবাসিক গ্রিনসিটি ভবন থেকে লাফিয়ে কেসেনিইয়া পোসতারুক (৩৯) নামের একজন রুশ নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর ৪টার দিকে গ্রিনসিটির ৯ নম্বর ভবনে ঘটনাটি ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরএনপিপিতে রুশ মালিকানাধীন সাব ঠিকাদারি প্রতিষ্ঠান এসএমইউ-১ কর্মরত ছিলেন। স্বামী আঁদ্রে গ্লেদি শিয়েবের (৫২) সঙ্গে গ্রিনসিটির ৯ নম্বর ভবনের চারতলার ৪২ নম্বর কক্ষে থাকতেন তিনি। তাঁরা রাশিয়ার শহর ভিতালি পোসতারোর বাসিন্দা। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এই তথ্য জানিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রিনসিটির নিরাপত্তাকর্মীরা জানান, ঘটনার সময় ভবন থেকে চিৎকর-চেঁচামেচির শব্দ পাওয়া যায়। এর কিছুক্ষণ পর ওই নারী ভবনের চারতলার জানালার গ্লাস ভেঙে নিচে পড়ে যান। এতে তাঁর মুখমণ্ডল থেঁতলে যায়। খবর পেয়ে গ্রিনসিটিতে দায়িত্বরত চিকিৎসক এসে ওই নারীকে মৃত ঘোষণা করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রিনসিটির নিরাপত্তা শিবিরে নেওয়া হয়। গ্রিনসিটির নিরাপত্তা বাহিনী ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।</span></span></span></span></span></p>